ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংস-শেখ রাসেল: গোলশূন্য প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
বসুন্ধরা কিংস-শেখ রাসেল: গোলশূন্য প্রথমার্ধ বসুন্ধরা কিংস। ফাইল ছবি: শোয়েব মিথুন

মৌসুমের শেষ ৪ ম্যাচে চাই মাত্র এক জয় অথবা ৩ পয়েন্ট, তাহলেই গড়া হয়ে যাবে অনন্য এক ইতিহাস। বাংলাদেশের পেশাদার ফুটবলের ইতিহাসে এর আগে কোনো ক্লাবই নিজেদের অভিষেক আসরেই দুই শিরোপা জেতার স্বাদ পায়নি। আর মাত্র ৩ পয়েন্ট পেলেই সেই অনন্য কীর্তি গড়বে অস্কার ব্রুজোনের শিষ্যরা। 

শনিবার (২০ জুলাই) সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হয়েছে নবাগত বসুন্ধরা কিংস। ম্যাচটি জিতলেই প্রিমিয়ার লিগের এবারের শিরোপা যাবে প্রথম আসরেই সবাইকে চমকে দেওয়া দলটির ঘরে।

 

তবে না জিতলেও হাতে থাকবে আরও ৩ ম্যাচ। কিন্তু দেনিয়েল কলিনদ্রেসরা যে দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাতে আত্মপ্রকাশের মৌসুমটা শিরোপার রঙে রাঙানো এখন শুধুই সময়ের ব্যাপার।

তবে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবেই। দুই দলই একাধিকবার গোল মুখে বল পাঠালেও তা গোলে পরিনত করতে পারেনি কেউই।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।