ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

জাপানের মাঠে বার্সেলোনাকে হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
জাপানের মাঠে বার্সেলোনাকে হারালো চেলসি বার্সেলোনা বনাম চেলসির প্রীতি ম্যাচের দৃশ্য: ছবি-সংগৃহীত

হার দিয়ে অভিষেক হলো আঁতোয়া গ্রিজম্যানের বার্সেলোনা অধ্যায়। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। 

প্রীতি ম্যাচ টুর্নামেন্ট রাকুতেন কাপে অংশ নিতে জাপান সফরে গেছে বার্সেলোনা-চেলসি। মঙ্গলবার (২৩ জুলাই) সাইতামা স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই ইউরোপ জায়ান্ট।

 

ম্যাচের ৩৫ মিনিটে টেমি আব্রাহামের গোলে এগিয়ে যায় চেলসি। ৮১ মিনিটে ব্লুজদের ব্যবধান দ্বিগুণ করেন রস বার্কলে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বার্সেলোনার হয়ে একটি গোল শোধ করেন ইভান রাকিটিচ।  

অবশ্য ম্যাচটিতে খেলেননি কাতালানদের দুই বড় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দু’জনে দলের সঙ্গে জাপান সফরে যাননি।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।