ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

যেভাবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
যেভাবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস যেভাবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ছবি: বাংলানিউজ

নীলফামারী: দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নের মুকুট পরেছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার ফুটবল লিগের অভিষেকেই এমন শিরোপা জয় দেশের ঘরোয়া ফুটবলে এবারই প্রথম। ২২ ম্যাচ খেলে শিরোপা জেতা বসুন্ধরা কিংসের পয়েন্ট ৫৯।

এর মধ্যে জয় ১৯টি, ২টি ড্র ও মাত্র ১টিতে হার। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের সংগ্রহ ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট।

ফলে গতবারের চ্যাম্পিয়নরা বাকি একটি ম্যাচ জিতলেও বসুন্ধরার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকবে।

বুধবার (২৪ জুলাই) বৃষ্টির কারণে স্থগিত খেলাটি বৃহস্পতিবার (২৫ জুলাই) শুরু হয় বিকেল চারটায়। খেলার ১৬তম মিনিটে মোহামেডানের ফরোয়ার্ড তোকলিস আহমেদ একাই তিনজন খেলোয়াড়কে কাটিয়ে আলতো করে বল গোল পোস্টের উদ্দেশে বাড়িয়ে দেয়।

গোলরক্ষক জিকো লাফিয়ে বলটি বাধা দিলেও ডি-বক্সের ভেতরে ঢুকে যায়। সুযোগ সন্ধানী মালির ফরোয়ার্ড সুলেমান ফাঁকা বারে বল পাঠিয়ে দেন জালে। ০-১ ব্যবধানে এগিয়ে থাকা মোহামেডান। তবে ৩৭তম মিনিটে বসুন্ধরার ব্রাজিলিয়ান তারকা মার্কোস দ্য কস্তা সোয়ারেস দলকে সমতায় ফেরান।

অধিনায়ক দেনিয়েল কলিনদ্রেসের কর্নার কিকে হেড করে মার্কোস বল পাঠিয়ে দেন মোহামেডানের জালে। আর এতেই দর্শক গ্যালারিতে ব্যান্ডপার্টির তালে নেচে উঠে কয়েক হাজার দর্শক। ১-১ গোলের সমতায় প্রথমার্ধ শেষ। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে দুই দলেই হয়ে উঠে বেপরোয়া। তবে শেষ পর্যন্ত কোনো দল গোল করতে না পারায় ১-১ গোলে ম্যাচটি সমাপ্ত হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) খেলার শেষ বাঁশির সঙ্গেই আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে উঠে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম চত্বর। স্বাগতিক বসুন্ধরা কিংসের সমর্থকদের এমনই প্রস্তুতি ছিল আগে থেকেই।

খেলা শেষে মোহামেডানের ম্যানেজার আমিনুল ইসলাম বাবু বলেন, শেখ কামাল স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে কোনো দলই পয়েন্ট পায়নি। আজকে আমরা প্রথমেই এগিয়ে যাই। তবে গোল শোধ হলেও দলের ছেলেরা ভালো খেলায় এ মাঠের অর্জন একটি পয়েন্ট।

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের খেলোয়াড়দের শ্রমের ফসল আজকে আমরা ঘরে তুলতে পেরেছি।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।