এ প্রসঙ্গে বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ জানান, মেসির বুট জোড়া তুলে রাখার পরবর্তী সময় নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ক্লাবটি।
সাম্প্রতিক বছরগুলোতে দল-বদলের বাজারে বার্সাকে খুবই তৎপর হতে দেখা গেছে।
যদিও মেসির অবসরের ব্যাপারে বার্সা কোনো মন্তব্য করেনি। দলটি দৃঢ়প্রতিজ্ঞ আরও দীর্ঘদিন কাতালানদের হয়ে খেলে যাবেন তিনি।
বার্তেমেউ বলেন, ‘মেসি পরবর্তী সময় নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। সেজন্যেই আমরা নতুন খেলোয়াড় দলে ভেড়াচ্ছি। সে অবসরে গেলে কিভাবে আমাদের মানিয়ে নিতে হবে, সেটিই আমরা চিন্তা করছি। তবে প্রেসিডেন্ট হিসেবে আমি আশা করবো সে আরও অনেক দিন আমাদের দলে খেলবে। ’
এদিকে প্রাক-মৌসুমে বার্সেলোনার সঙ্গে জাপান সফর করেননি মেসি। কোপা আমেরিকার পর ছুটি কাটাচ্ছেন তিনি। তবে জানা যায়, যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুমের দ্বিতীয়ধাপে যোগ দেবেন মেসি।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমএমএস