ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

শেষ দিকের গোলেও হার এড়াতে পারল না ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
শেষ দিকের গোলেও হার এড়াতে পারল না ম্যানইউ ছবি: সংগৃহীত

ম্যাচের ৮৯ মিনিটে গোল করে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তাতেও শেষ রক্ষা করতে পারেনি দলটি। কিন্তু অতিরিক্ত সময়ে আবারও গোল হজম করে হেরেই মাঠ ছাড়তে হয় উলে গুনার সুলশারের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার (২৪ আগস্ট) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেস।  
ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল পায় ক্রিস্টাল প্যালেস।

গোলটি আসে জর্ডান আইউর কাছ থেকে। বাকিটা সময় আক্রমন-পাল্টা আক্রমণ হলেও আর কেউ গোল পায়নি। এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রিস্টাল প্যালেস।

দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণভাগ শক্ত করতে পারেনি ইউনাইটেড। তবে বেশ কিছু সময় রক্ষণভাগ নিজেদের জাল আগলে রাখে। শেষের দিকে ৮৯ মিনিটে তরুণ মিডফিল্ডার ড্যানিয়েল জেমস গোল করে ইউনাইটেডকে সমতায় আনেন।

কিন্তু যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে আবারও গোল হজম করে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যানইউকে।

তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪। সমান ৪ পয়েন্ট ক্রিস্টাল প্যালেসেরও।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।