ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ ড্র: কঠিন গ্রুপে বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
চ্যাম্পিয়নস লিগ ড্র: কঠিন গ্রুপে বার্সা-রিয়াল ছবি:সংগৃহীত

২০১৯-২০ মৌসুমের জন্য উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হলো। যেখানে কঠিন গ্রুপেই পড়েছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও স্বস্তিতে নেই। তবে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ইংলিশ তিন ক্লাব লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসি।

জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রান্সের শহর মোনাকোয় অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র।  উয়েফা সদর দপ্তরে অনুষ্ঠিত  হয় ৩২ দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র।

গ্রুপ পর্বের বাধা টপকাতে রিয়াল মাদ্রিদকে মোকাবেলা করতে হবে এমবাপে, নেইমার, কাভানি, ডি মারিয়াদের ক্লাব পিএসজির। ‘এ’ গ্রুপে পরস্পরের মোকাবেলা করবে দুদল।

অন্যদিকে আরেক স্প্যানিশ জায়ান্ট, লিওনেল মেসির দল বার্সেলোনাকে মোকাবেলা করতে হবে কঠিন দুই প্রতিপক্ষের। 'এফ' গ্রুপে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড এবং ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হবে কালানরা।

তবে কিছুটা হলেও স্বস্তিতে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।  ‘ই’ গ্রুপে তাদের মোকাবেলা করতে প্রস্তুতি নেবে ইতালিয়ান ক্লাব ন্যাপোলি, অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবার্গ এবং বেলজিয়ামের জেঙ্ক।

নিচে ৩২ দলের ৮টি গ্রুপ দেওয়া হলো:

গ্রুপ ‘এ’: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, গালাতাসারাই

গ্রুপ ‘বি’: বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেড

গ্রুপ ‘সি’: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেভ, আতালান্তা

গ্রুপ ‘ডি’: জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লোকোমোতিভ মস্কো

গ্রুপ ‘ই’: লিভারপুল, নাপোলি, সালসবুর্ক, হেঙ্ক

গ্রুপ ‘এফ’: বার্সেলোনা, বুরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাহা

গ্রুপ ‘জি’: জেনিত সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, অলিম্পিক লিওঁ, লাইপজিগ

গ্রুপ ‘এইচ’: চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া, লিল

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।