মোনাকোতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
২০১৮-১৯ মৌসুমটা স্বপ্নে মতো কেটেছে ফন ডাইকের।
এর আগে ফন ডাইক ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন।
এদিকে উয়েফার বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ইংল্যান্ড ও লিওনের লুসি ব্রোঞ্জ। বর্ষসেরা ফরোয়ার্ড হয়েছেন লিওনেল মেসি। বর্ষসেরা গোলরক্ষক লিভারপুলের আলিসন বেকার। সেরা ডিফেন্ডার হয়েছেন সেই ফন ডাইক। আর মিডফিল্ডারের পুরস্কার পেয়েছেন নেদারল্যান্ডস ও আয়াক্স থেকে বার্সেলোনায় পাড়ি দেওয়া ফ্রেঙ্কি ডি ইয়ং।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমএমএস