ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ড লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ড লিওনেল মেসি ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ড লিওনেল মেসি-ছবি:সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানেকে হারিয়ে ইউরোপের বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে মোনাকোতে ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে এই সম্মাননা পান বার্সেলোনা অধিনায়ক।

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে ১০ ম্যাচে সর্বোচ্চ ১২টি গোল করেন মেসি। নিজ দল বার্সাকে সেমিফাইনাল পর্যন্ত প্রায় একাই টেনে নেন তিনি।

শেষ চারে লিভারপুলের বিপক্ষে তার ফ্রি-কিকের একটি গোল ছিল অসাধারণ।

২০০৮-০৯ মৌসুমের পর দ্বিতীয়বার ইউরোপ সেরা ফরোয়ার্ড হলেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউল গঞ্জালেস এই পুরস্কারটি সর্বোচ্চ তিনবার করে জিতেছেন।

বাংলাদেশ সময়: ০৭০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।