বৃহস্পতিবার (২৯ আগস্ট) গানারদের কোচ উনাই এমেরি জানান, ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আর্সেনাল ছাড়তে পারেন লেফট-ব্যাক নাচো। এবার সেটাই সত্যি হলো।
৩৩ বছর বয়সী নাচো প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে গানারদের হয়ে তিনটি ম্যাচও খেলেছেন। তার মধ্যে বার্নলির বিপক্ষে দলকে নেতৃর্ত্বও দেন।
২০১৩ সালে স্প্যানিশ ক্লাব মালাগা থেকে এমিরেটসে আসেন নাচো। আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। তিনবার জিতেছেন এফএ কাপ। এছাড়া গত মৌসুমে গানারদের ইউরোপা লিগের ফাইনালে তুলতে সাহায্য করেন নাচো।
২০০৯ সালে স্পেনের জাতীয় দলে অভিষেক হয় নাচোর। খেলেছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। স্প্যানিয়ার্ডদের হয়ে ২২ ম্যাচ খেলে একটি গোল করেছেন তিনি।
নাচোর পরিবর্তে আর্সেনালে সেল্টিক থেকে নিয়ে এসেছে ২২ বছর বয়সী কাইরান টিয়ার্নিকে। অবশ্য ফিট না থাকায় এখনো গানারদের জার্সিতে অভিষেক হয়নি স্কটিশ ডিফেন্ডারের। রোববার (০১ সেপ্টেম্বর) টটেনহামের বিপক্ষে লন্ডন ডার্বিতেও তিনি খেলবেন কিনা তা অনিশ্চিত।
বাংলাদেশ সময়: ১৭২৫ আগস্ট, ৩১, ২০১৯
ইউবি/এমএমএস