ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। নিজেদের চতুর্থ ম্যাচে বার্নলেকে ৩-০ গোলে হারিয়েছে অল রেডসরা।

টার্ফ মুর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে লিভারপুল। তবে প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট পর্যন্ত।

ক্রিস উডের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল।

ব্যবধান বাড়াতে সময় নেয়নি অলরেডস শিবির। ৩৭ মিনিটে সাদিও মানের পা থেকে আসে দ্বিতীয় গোল। রবার্তো ফিরমিনোর পাস থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান সেনেগালের এই স্টাইকার।

বিরতি পর আক্রমণের ধারা অব্যাহত রাখে লিভারপুল। একের পর এক আক্রমণ চালাতে থাকে অতিথি দলটি। ৮০ মিনিটে মোহাম্মদ সালাহর বাড়ানো বল পেয়ে যান ফিরমিনো। পেনাল্টি ডি-বক্সের বাহির থেকে দারুণ এক শটে বল জালে পাঠান তিনি।

ম্যাচের বাকি সময় আর গোলের দেখা না পেলে ৩-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
আরএআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।