ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

ইন্টার থেকে ধারে পিএসজিতে ইকার্দি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ইন্টার থেকে ধারে পিএসজিতে ইকার্দি ইন্টার থেকে ধারে পিএসজিতে ইকার্দি-ছবি:সংগৃহীত

ক্লাবের সেরা ফুটবলার থেকে অবহেলার পাত্র! ইন্টার মিলানে মাউরো ইকার্দির কপালে এমনটিই জুটেছিল। এতে অবশ্য তিনি ও তার এজেন্ট-স্ত্রী ওয়ান্দা নারা’র দোষ কম বললে ভুল হবে না। তাইতো গত মৌসুম থেকেই এই আর্জেন্টাইনের ইন্টার ছাড়ার গুঞ্জন ছিল। অবশেষে এবারের গ্রীষ্মকালীন দল-বদলের একেবারে শেষ দিনে ধারে প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি দেন তিনি।

ইতালিয়ান জায়ান্ট ইন্টার থেকে এক বছরের জন্য ধারে ফ্রান্সের শীর্ষ ক্লাব পিএসজিতে গেলেন ইকার্দি। পরবর্তীতে প্যারিস ভিত্তিক ক্লাবটি যদি তাকে পুরোপুরিভাবে দলে রাখতে চায়, তবে ৬ কোটি ৫০ লাখ ইউরো দিতে হবে।

সোমবার ইকার্দি ও ওয়ান্দা নারা প্যারিসে পৌঁছে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া মেডিকেলেও অংশ নেন তারকা এ স্ট্রাইকার।

ইকার্দির অবশ্য ইতালিতেই থাকার ইচ্ছে ছিল। ইন্টার ছেড়ে একই দেশের ক্লাব জুভেন্টাসে মন পড়ে ছিল তার। তবে তার প্রতি আগ্রহ দেখায়নি টানা আটবারের সিরিআ চ্যাম্পিয়নরা। যেখানে নাপোলি ও মোনাকোর প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন তিনি।

এদিকে চলমান মৌসুমে ইকার্দি ছাড়াও রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাসকে দলে ভিড়িয়েছে পিএসজি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।