ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

মেসিকে ছাড়া জয় পেল না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
মেসিকে ছাড়া জয় পেল না আর্জেন্টিনা ছবি:সংগৃহীত

চিলির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করলো আর্জেন্টিনা। কনমেবলের সমালোচনা করায় তিন মাসের নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে ছিলেন না আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।

শুক্রবার বাংলাদেশ সময়  সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হয় লাতিন আমেরিকার দুই দেশ।

মেসির অনুপস্থিতিতে পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজ ও কোরেয়াদের নিয়ে আক্রমণভাগ সাজান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

তবে ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি তারা।

বল পজিশনে দু’দলই সমান ছিল। তবে টোটাল পাসে চিলিই এগিয়ে ছিল। ফলে নির্ধারিত সময় শেষে ড্র নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা।

এর আগে গত জুলাইয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সবশেষ মুখোমুখি দেখায় চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।