ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

টানা সাত জয়ের পর হারলো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
টানা সাত জয়ের পর হারলো বার্সা

স্প্যানিশ লা লিগায় টানা সাত ম্যাচ জিতেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু নিজেদের ১১তম ম্যাচে হেরে বসেছে লিওনেল মেসির দল। প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে স্বাগতিক লেভান্তের বিপক্ষে পেরে ওঠেনি কাতালানরা। ৩-১ গোলে হেরেছে বার্সা।

প্রথমার্ধে মেসির গোলে লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধে সাত মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় লেভান্তে।

১১ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ২২ পয়েন্ট।

ম্যাচের ৩৮তম মিনিটে লেভান্তের ডি-বক্সে নেলসন সেমেদোকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সফল স্পটকিকে বার্সাকে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আরনেস্টো ভালভারদের শিষ্যরা।

বিরতির পর ম্যাচের ৬১ মিনিটের মাথায় লেভান্তেকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার জোসে ক্যাম্পানা। ৬৩ মিনিটের মাথায় স্বাগতিকদের ২-১ গোলে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড বোরহা মায়োরাল। আর ৬৮ মিনিটের মাথায় বার্সার জালে বল জড়ান সার্বিয়ান মিডফিল্ডার নেমানিয়া। বাকি সময়ে বার্সা গোল শোধ করতে কিংবা ব্যবধান কমাতে পারেনি।

পুরো ম্যাচে ৬৬ শতাংশ সময় বল বার্সার দখলে থাকলেও ম্যাচের ফল নিজেদের করে নিতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। ৬৬০টি সফল পাসেও মূল কাজটি করতে পারেনি ভালভারদের শিষ্যরা। ৩৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেই বার্সার কাছ থেকে পূর্ণ তিন পয়েন্ট কেড়ে নিয়েছে লেভান্তে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমআরপি/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।