ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর গোলে ইউরোর মূল পর্বে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
রোনালদোর গোলে ইউরোর মূল পর্বে পর্তুগাল ছবি:সংগৃহীত

ইউরো ২০২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। আর এ জয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ফার্নান্দো সান্তোসের দল। দলের হয়ে একটি করে গোল করেন ব্রুনো ফের্নান্দেস ও ক্রিস্টিয়ানো রোনালদো।

‘বি’ গ্রুপের ম্যাচে রোববার লুক্সেমবার্গের প্রতিপক্ষের মাঠে খেলতে যায় পর্তুগাল। আর শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা সফরকারীদের ৩৯তম মিনিটে ফের্নান্দেসের গোলে এগিয়ে যায়।

বের্নার্দো সিলভার পাস থেকে ডান পায়ের শটে গোলটি করেন স্পোর্তিংয়ের এই মিডফিল্ডার।

বিরতির পর ম্যাচের শেষ অংশে গোলের দেখা পান রোনালদো। ৮৬তম মিনিটে জটলা থেকে পায়ের আলতো টোকায় গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৯৯টি।

সার্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করা ইউক্রেন আগেই মূল পর্ব নিশ্চিত করলেও এখন গ্রুপ সেরা হয়েছে। ৮ ম্যাচে ২০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ১৭ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সার্বিয়া খেলবে প্লে-অফ।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।