ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ভোলায় টুটুল স্মৃতি ফুটবলে শিশির মেমোরিয়াল চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
ভোলায় টুটুল স্মৃতি ফুটবলে শিশির মেমোরিয়াল চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় টুটুল স্মৃতি ফুটবল লিগের ফাইনাল খেলায় শিশির মেমোরিয়াল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে শহরের গজনবী স্টেডিয়াম মাঠে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইব্রেকারে জেতে শিশির মেমোরিয়াল।

ফাইনাল খেলায় বাপ্তা স্পোটিং ক্লাবের মুখোমুখি হয় শিশির মেমোরিয়াল ক্লাব। ৫-৪ গোলের ব্যাবধানে বাপ্তা স্পোটিং ক্লাবকে পরাজিত করে শিশির মেমোরিয়াল।

খেলার প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলশূন্য থাকে। পরে খেলা গড়ায় ট্রাইব্রেকারে।  ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাপ্তা স্পোর্টিং ক্লাবের অন্তু। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন সামসুদ্দিন স্মৃতি সংসদের খেলোয়াড় আব্দুল্লাহ।

ভোলার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাসুদ আলম ছিদ্দিক এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, ভোলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুল হক বাহালুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল ইসলাম, লিগের সদস্য সচিব সাইফুল আলম বাবু কাজী প্রমুখ।

ফাইনাল খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন। উভয় দলে আমন্ত্রিত খেলোয়াড় হিসেবে নাইজেরিয়ান খেলোয়াড় অংশগ্রহণ করায় দর্শকদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা।
    
ভোলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গত ৩০ নভেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে জেলা সদরের ৮টি ক্লাব দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।