ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

জমে উঠেছে অ্যামেচার ফুটসাল কাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
জমে উঠেছে অ্যামেচার ফুটসাল কাপ ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু ওয়ালটন অ্যামেচার ফুটসাল কাপের দ্বিতীয় দিনের বেশ কয়েকটি ম্যাচ শুক্রবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন সকার রেজিমেন্ট ২-১ গোলে কারওয়ানবাজার প্রগতি সংঘকে হারায়। ঢাকা ট্রিবিউনের কাছে ৩-০ গোলে হারলেও পরবর্তী ম্যাচে স্টারস একাদশ ২-১ গোলে কারওয়ানবাজার প্রগতি সংঘকে হারায়।

এদিকে, দিনের অপর ম্যাচে বিবিএস কেবলস ৬-০ গোলে এভিএল (লাল) দলকে, ঢাকা ট্রিবিউন ৩-১ গোলে কারওয়ানবাজার প্রগতি সংঘকে, প্রয়োজন সংঘ ২-১ গোলে ওয়ালটনকে, সকার রেজিমেন্ট ৭-২ গোলে স্টারস একাদশকে, সিদ্দিক বাজার ঢাকা জুনিয়র ৪-১ গোলে ওয়ালটনকে এবং দিয়াভোলা ১০-০ গোলে পরাজিত করে এভিএল (লাল) দলকে।

এছাড়া সকার রেজিমেন্ট ২-২ গোলে ড্র করে ঢাকা ট্রিবিউনের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।