ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে শেখ রাসেল ফাইল ফটো

সবার আগে দলবদলের নিবন্ধন কার্যক্রম শেষ করে শেখ রাসেল ক্রীড়া চক্র। গেলবারের ১১ ফুটবলারকে ধরে রেখেছে বেঙ্গল ব্লুজরা। শিরোপা জেতার মতো দল নিয়েই আসন্ন ঘরোয়া ফুটবলের মৌসুমে মাঠে নামবে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

২০১৪ এএফসি প্রেসিডেন্টস কাপে খেলা শেখ রাসেল এবার তরুণ-অভিজ্ঞদের মিশেলের দল। জাতীয় দলের তারকারা ছাড়াও দলে আছেন বিদেশি কোটায় খেলতে আসা দারুণ সব ফুটবলার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে তৃতীয় হওয়া দলটিতে আছেন জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এছাড়া, দলে আছেন ইয়ামিন মুন্না, খালেকুরজামান, হেমন্ত ভিনসেন্ট, সোহেল রানা, তকলিস আহমেদ, খন্দকার আশরাফুল ইসলামরা।

বিদেশি কোটায় দেখা যাবে এলিসন উদোকো, রাফায়েল ওদোইন, আজিজভ আলিসেরকে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা থাকা অস্ট্রেলিয়ান ক্রিস্টোফার হার্ডকে দলভুক্ত করেছে শেখ রাসেল। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত তিমুর ফরোয়ার্ড পেদ্রো হেরিককেও দলে ভিড়িয়েছে ২০১২-১৩’তে ট্রেবল শিরোপা জেতা শেখ রাসেল।

​কোচ সাইফুল বারী টিটুর বক্তব্য, ‘এবার দেশি-বিদেশি ফুটবলাররা ভালো আছে। এবার সবগুলো দলই দারুণ দল গড়েছে। তবে আমাদের দল নিয়ে আমার আস্থা আছে। লড়াই হবে সবার। আমরা শিরোপার জন্যই লড়বো। গতবার সবচেয়ে গোল করেছে আমাদের দল। ’

শেখ রাসেলের স্কোয়াড:
গোলরক্ষক:
আশরাফুল ইসলাম রানা, সবুজ দাস, সরোয়ার জাহান, ফয়সাল ইসলাম এবং নুর মোহাম্মদ
ডিফেন্স: ইয়ামিন মুন্না, রাশেদুল আলম মনি, আসাদুজ্জামান বাবলু, সোহেল রানা, উত্তম কুমার, হাবিবুর রহমান, রিফাত হোসেন, চিন্ময় দাস এবং এলিসন উদোকো
মিডফিল্ড: ক্রিস্টোফার হার্ড, রফিকুল ইসলাম, নাইমুদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, দিদারুল ইসলাম, শেখ গালিব, আবদুল্লাহ, হেমন্ত ভিনসেন্ট এবং খালেকুরজামান
ফরোয়ার্ড: তকলিস আহমেদ, খন্দকার আশরাফুল ইসলাম, আহসানুর রহমান, রাফায়েল ওদোইন, পেদ্রো হেরিক এবং আজিজভ আলিসের

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।