ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

টটেনহামে অভিষেকেই মরিনহোর বাজিমাত 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
টটেনহামে অভিষেকেই মরিনহোর বাজিমাত  ১১ মাস পর ডাগআউটে দাঁড়ালেন মরিনহো: ছবি-সংগৃহীত

দীর্ঘ ১১ মাস পর ডাগআউটে দাঁড়ালেন হোসে মরিনহো। ওল্ড ট্রাফোর্ড থেকে বরখাস্ত হওয়ার পর পর্তুগিজ কোচের এতদিনের জমানো ক্ষোভটা পড়লো ওয়েস্ট হামের গায়ে। আর তাতেই নিজেদের মাটিতে হারলো ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল। টটেনহামের হয়ে কোচিংয়ে অভিষেকেই জয় পেয়েছেন মরিনহো। ওয়েস্ট হামকে তাদের ঘরের মাটিতে ৩-২ গোলে হারিয়েছে স্পার্সরা। 

গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর দীর্ঘদিন বেকার ছিলেন মরিনহো। কিন্তু মাউরিসিও পচেত্তিনোর অধীনে টটেনহাম চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের তালিকায় তলানিতে চলে গেলে কপাল খুলে যায় পর্তুগিজ কোচের।

পাঁচ বছরের পুরোনো কোচ পচেত্তিনোকে সরিয়ে স্পার্সদের দায়িত্ব দেওয়া হয় মরিনহোকে।  

টটেনহামের দায়িত্ব নেওয়ার পর ওয়েস্ট হামের বিপক্ষে প্রথম পরীক্ষায় নামেন মরিনহো। তাতে বেশ ভালভাবেই পাশ করেছেন ৫৬ বছর বয়সী কোচ। নতুন কোচকে জয় উপহার দিয়েছেন সন হিয়ুং মিন, লুকাস মাউরা ও হ্যারি কেন।  

বল দখলের লড়াইয়ে সন মিন: ছবি-সংগৃহীত৩৬ মিনিটে সন মিনের গোলে এগিয়ে যাওয়ার পর ৪৩ মিনিটে টটেনহামের ব্যবধানটা দ্বিগুণ করেন মাউরা। ৪৯ মিনিটে হ্যারি কেন আবারও ব্যাবধানটা বাড়ান। ম্যাচে ফিরতে মরিয়া ওয়েস্ট হামকে ৭৩ মিনিটে প্রথম গোল এনে দেন মিখাইল আন্তনিও। যোগ করা সময়ে ওয়েস্ট হামের হয়ে অ্যাঞ্জেলো ওগবন্না দ্বিতীয় গোল করলেও হার এড়াতে পারেনি পেল্লেগ্রিনির দল।  

এক জয়ে পয়েন্ট তালিকায় বড় লাফ দিয়েছে টটেনহাম। ১৪তম স্থান থেকে তারা ওঠে এসেছে ৬ষ্ঠ স্থানে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৭।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
ইউবি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।