ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ঘুরে দাঁড়িয়ে রিয়ালের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
ঘুরে দাঁড়িয়ে রিয়ালের বড় জয় ছবি:সংগৃহীত

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েও ৩-১ গোলের বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় জয়ও তুলে নিল জিনেদিন জিদানের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন করিম বেনজেমা, ফেদেরিকো ভালভার্দে ও লুকা মদ্রিচ।

শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে সোসিয়েদাদকে আমন্ত্রণ জানায় রিয়াল। তবে ম্যাচে মাত্র দ্বিতীয় মিনিটেই রিয়াল সমর্থকদের চুপ করিয়ে দেয় সফরকারীরা।

গোল করে দলকে এগিয়ে দেন উইলিয়ান হোসে। তবে ৩৭তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা।

বিরতির পর ৪৭ মিনিটে ভালভার্দের গোলে লিড পায় রিয়াল তার জোরালো শট সোসিয়েদাদের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। আর ৭৪তম মিনিটে বেনজেমার পাস থেকে দারুণ ভল্যিতে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন মদ্রিচ।

লিগে ১৩ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।