ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

জ্বলে ওঠার অপেক্ষায় শেখ রাসেলের বিদেশিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
জ্বলে ওঠার অপেক্ষায় শেখ রাসেলের বিদেশিরা ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে তৃতীয় হওয়া শেখ রাসেল ক্রীড়া চক্র আবারও শিরোপার দাবী নিয়ে মাঠে নামতে যাচ্ছে। গেলবারের ১১ ফুটবলারকে ধরে রেখেছে বেঙ্গল ব্লুজরা। শিরোপা জেতার মতো দল নিয়েই আসন্ন ঘরোয়া ফুটবলের মৌসুমে মাঠে নামবে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

২০১২-১৩’তে ট্রেবল শিরোপা জেতা শেখ রাসেল শেখ রাসেল এবার তরুণ-অভিজ্ঞদের মিশেলের দল। জাতীয় দলের তারকারা ছাড়াও দলে আছেন বিদেশি কোটায় খেলতে আসা দারুণ সব ফুটবলার।

আছেন জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এছাড়া, দলে আছেন ইয়ামিন মুন্না, খালেকুরজামান, হেমন্ত ভিনসেন্ট, সোহেল রানা, তকলিস আহমেদ, খন্দকার আশরাফুল ইসলামরা।

গত মৌসুমে স্বাধীনতা কাপের রানার্সআপ দলটির জার্সি টেন হিসেবে থাকবেন ব্রাজিলের সাও পাওলোতে খেলে বেড়ে ওঠা পেদ্রো হেরিক। ২৭ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড ব্রাজিলের ক্লাবে খেলার পাশাপাশি খেলেছেন কাতারের ক্লাবে। এছাড়া, ওমান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইরান, দক্ষিণ কোরিয়া, মাল্টা, মালদ্বীপের ক্লাবেও খেলেছেন পেদ্রো। তিমুর জাতীয় দলের জার্সিতেও খেলেছেন তিনি।

শেখ রাসেলের আক্রমণভাগ সামলাতে দেখা যাবে উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিসেরকে। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুমেও অল ব্লুজদের জার্সিতে খেলেছেন। উজবেকিস্তানের পাঁচটি ভিন্ন ক্লাবের জার্সিতে খেলার পর আজিজভ খেলেছেন কিরগিজস্তানের ক্লাবে। সাইফুল বারী টিটুর এবারের বিদেশি অস্ত্র হতে পারেন উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দল খেলা এই আজিজভ।

ছবি: সংগৃহীতশেখ রাসেলে এবারও থাকছে নাইজেরিয়ান প্রতিনিধিত্ব। ২৮ বছর বয়সী ডিফেন্ডার এলিসন উদোকো আর ৯ নম্বর জার্সি পাওয়া ফরোয়ার্ড রাফায়েল ওদোইন খেলবেন ব্লুজদের জার্সিতে। উদোকো বাংলাদেশের ফুটবলের পুরোনো মুখ। নাইজেরিয়ান ক্লাব মাতানোর পর তিনি খেলেছেন ফিনল্যান্ডের ফুটবলে। ২০১৬ সালে উদোকো নাম লেখান চট্টগ্রাম আবাহনীতে। ২০১৮ সালে ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন এই ডিফেন্ডার। গত মৌসুমে চলে আসেন শেখ রাসেলে। ডিফেন্ডার হলেও বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন খেলে যাওয়া উদোকো গোলও করেছেন প্রতি মৌসুমে।

শেখ রাসেলের আগামী মৌসুমে বড় ট্রাম্পকার্ড হতে পারেন ইংল্যান্ডের সর্বোচ্চ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার ক্রিস্টোফার হার্ড। অ্যাস্টন ভিলার সাবেক এই ফুটবলার দেশের সর্বোচ্চ লিগের ক্লাব শেখ রাসেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তরুণ বয়সে ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্ম নেয়া ক্রিস্টোফার হার্ড। এরপর জায়গা করে নেন অ্যাস্টনের সিনিয়র দলে। সেখানে দীর্ঘ পাঁচ বছর কাটিয়েছেন। মাঝে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে লোনে খেলেছেন তিনি।

এরপরই অস্ট্রেলিয়ায় ফিরে দেশের সর্বোচ্চ লিগে খেলেই আবার ইংল্যান্ডে গিলিংহামের সঙ্গে চুক্তিবদ্ধ হন ২০১৬-১৭ মৌসুমে। পরের মৌসুমে আবার জন্মভূমিতে ফিরে যান। সেখান থেকে থাইল্যান্ডের বুড়িরাম ইউনাইটেডের হয়ে খেলে গেল বছরে ভারতের দল চেন্নাইন এফসির হয়ে মাঠ মাতিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা এই ফুটবলার।

** তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে শেখ রাসেল

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।