ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

‘কয়েক সপ্তাহের জন্য’ মাঠের বাইরে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
‘কয়েক সপ্তাহের জন্য’ মাঠের বাইরে আগুয়েরো আগুয়েরো ও গার্দিওলা

চোটে পড়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ‘কয়েক সপ্তাহের জন্য’ আর্জেন্টাইন তারকাকে পাওয়া যাবে না জানিযেছেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা। 

গত শনিবার (২৩ নভেম্বর) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পেয়েছেন আগুয়েরো। তবে আর্জেন্টাইন তারকা কোন ধরণের চোটে পড়েছেন তা পরিস্কার করে জানাননি গার্দিওলা।

 

আগুয়েরোকে ছাড়াই ইতিহাদে মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে ‘সি’ গ্রুপের ফিরতি লেগে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে সিটি।  

তার আগে সংবাদ সম্মেলনে আগুয়েরোর চোটে পড়ার বিষয়টি জানান গার্দিওলা। স্প্যানিশ কোচ বলেন, ‘সার্জিও কয়েক ম্যাচ ও কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে। সে কোথায় চোট পেয়েছে তা নির্দিষ্টভাবে আমি জানিনা। ’ 

আগুয়েরোর পরিবর্তে শাখতারের বিপক্ষে আক্রমণভাগের দায়িত্ব নিতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।