ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

বরুশিয়ার বিপক্ষে বার্সার স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
বরুশিয়ার বিপক্ষে বার্সার স্কোয়াড ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর জার্মানির ফেভারিট বরুশিয়া ডর্টমুন্ড। বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য নেবে বরুশিয়া। আগের লড়াইয়ে বরুশিয়ার মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল বার্সা।

বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচটি শুরু হবে রাত দুইটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।

আসন্ন ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন বার্সার কোচ আরনেস্টো ভালভারদে।

ইনজুরি সেড়ে স্কোয়াডে ফিরেছেন বার্সার সেন্টারব্যাক ক্লেমন্ত লেংলে। আগের ম্যাচে লেগানেসের বিপক্ষে স্কোয়াডে না থাকলেও বরুশিয়ার বিপক্ষে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সার্জি রবার্তো, তোদিবো আর আর্থার মেলো।

তবে, এই ম্যাচে ইনজুরির কারণে থাকছেন না জরদি আলবা, নেলসন সেমেদো। আর নিষেধাজ্ঞার কারণে থাকতে পারছেন না জেরার্ড পিকে। স্কোয়াডে ঠাঁই হয়নি কার্লেস অ্যালেনা আর কার্লেস পেরেজের।

বরুশিয়ার বিপক্ষে ঘোষিত বার্সা স্কোয়াড:
গোলরক্ষক: মার্ক টার স্টেগেন, নেতো
ডিফেন্ডার: তোদিবো, ক্লেমন্ত লেংলে, মৌসা, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো
মিডফিল্ডার: ইভান রেকিটিক, সার্জিও বুসকেটস, আর্থার মেলো, সার্জি রবার্তো, ফ্রেঙ্কি ডি ইয়ং, আরতুরো ভিদাল
ফরোয়ার্ড: লুইস সুয়ারেস, লিওনেল মেসি, ওসমান দেম্বেলে, অ্যান্তোনিও গ্রিজম্যান, আনসু ফাতি

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।