ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বল পায়ে অপ্রতিরোধ্য মেসি: ডর্টমুন্ড কোচ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
বল পায়ে অপ্রতিরোধ্য মেসি: ডর্টমুন্ড কোচ  মেসি

বল পায়ে গেলে লিওনেল মেসিকে আটকানো সহজ নয়। বরুসিয়া ডর্টমুন্ড কোচ লুসিয়ান ফাভরও সেই কথা জানতেন। তারপরও চেষ্টা করেছিলেন বার্সেলোনা অধিনায়ককে আটকানোর। কিন্তু ম্যাট হামেলস-রাফায়েল গুরেইরোরা শত চেষ্টা করেও থামাতে পারেননি মেসিকে। 

বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্প ন্যুয়ে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে ডর্টমুন্ডের বিপক্ষে সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে এক গোল করানোর পাশাপাশি নিজেও এক গোল করে বার্সেলোনাকে জয় এনে দিয়েছেন মেসি। গ্রিজম্যানের গোলেও অ্যাসিস্ট করেন মেসি।

৩-১ গোলে জয় পাওয়া ম্যাচের নায়ক বার্সার জার্সিতে ৭০০তম ম্যাচ খেলতে নামা মেসি।

শেষ পযর্ন্ত ডর্টমুন্ড কোচ ফাভরও স্বীকার করে নিয়েছেন মেসির কৃতিত্ব। সুইস কোচ জানালেন, বল পায়ে গেলে মেসি কেমন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সে কথা। ম্যাচ শেষে ফাভর জানান, ‘সে (মেসি) ফলস নাইন হিসেবে খেলেছে। সে খুব চমৎকারভাবে লাইনের মধ্যে মুভ করেছে এবং যখন সে বল পেয়েছে, সে প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে। ’ 

তিনি আরো বলেন, ‘আপনার তাকে ফাউল করতে হবে, কারণ তাকে যদি না থামান তবে সে ভয়ঙ্কর হয়ে ম্যাচের গতি বাড়িয়ে দেবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।