ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

আগের অবস্থানেই ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
আগের অবস্থানেই ব্রাজিল-আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্যাঙ্কিংয়ে সেরা দশে নতুন কোনো দেশ জায়গা করে নিতে পারেনি। আগের অবস্থানেই আছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা। শীর্ষে আছে বেলজিয়াম।

সর্বোচ্চ ১৭৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুদের বেলজিয়াম। ১৭৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

আর ১৭১২ রেটিং নিয়ে তিনে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

এই তালিকায় শীর্ষ পাঁচের কোনো বদল হয়নি। চারে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৬৬১ আর পাঁচে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৬৪৫। একধাপ এগিয়ে ছয়ে ক্রোয়েশিয়া আর একধাপ পিছিয়ে সাতে চলে গেছে রোনালদোর পরতুগাল। আটে স্পেন, নয়ে আর্জেন্টিনা আর দলে জায়গা ধরে রেখেছে কলম্বিয়া।

এদিকে, দুইধাপ এগিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ১৩ নম্বরে উঠে এসেছে ইউরো বাছাইপর্বে দারুণ ছন্দে থাকা ইতালি। এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছে জার্মানি। ১১ নম্বরে মেক্সিকো আর ১২ নম্বরে আছে সুইজারল্যান্ড। দুইধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।