ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মিলিকের হ্যাটট্রিকে শেষ ষোলোয় নাপোলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
মিলিকের হ্যাটট্রিকে শেষ ষোলোয় নাপোলি মিলিকের গোল উদযাপন

ড্র বা হেরে গেলে চলতি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় যাওয়ার পথে কঠিন সমীকরণের সামনে পড়তে হতো নাপোলিকে। সেক্ষেত্রে পুরো তিন পয়েন্ট আদায়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে তারা। প্রত্যাশিত কাজটি ভালোভাবেই সেরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ঘরের মাঠ সান পাওলো স্টেডিয়ামে আর্কাদিউজ মিলিকের হ্যাটট্রিকে বেলজিয়ান ক্লাব গেঙ্ককে ৪-০ গোলে উড়িয়ে নক-আউট পর্বের টিকিট পেয়ে গেছে ইতালিয়ান ক্লাব নাপোলি। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ম্যাচের শুরু থেকে আক্রমণের ঢেউ তুলে গেঙ্ককে চেপে ধরে আনচেলত্তির শিষ্যরা। গোলের জন্য তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

তৃতীয় মিনিটেই নাপোলিকে এগিয়ে দেন মিলিক। পোলিশ ফরোয়ার্ড দ্বিতীয় গোল করেন ২৬ মিনিটে। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।  

দ্বিতীয়ার্ধে বেশ কযেকবার গোলের সহজ সুযোগ হারায় নাপোলি। তবে তাতেও বড় জয় আটকায়নি তাদের। ৭৪ মিনিটে ফের পেনাল্টি পায় আনচেলত্তির দল। এবার স্পট-কিকটি নেন ড্রাইয়েস মার্টেন্স। ম্যাচের বাকি সময় ৪-০ ব্যবধান ধরে রেখে ‘ই’ গ্রুপে রানার-আপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নাপোলি।  

ছয় ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে নক-আউট পর্বে ওঠেছে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল। একই গ্রুপে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বেই থমকে গেছে রেড বুল সালজবার্গ। গেঙ্কের পয়েন্ট এক।  

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
ইউবি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।