ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের সেমিতে লিভারপুলের প্রতিপক্ষ মন্টেরি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
বিশ্বকাপের সেমিতে লিভারপুলের প্রতিপক্ষ মন্টেরি  লিভারপুলের দুই ফরোয়ার্ড সালাহ ও মানে

ফিফা ক্লাব কাপ বিশ্বকাপে সরাসরি সেমিফাইনালে খেলবে লিভারপুল। বর্তমান চ্যাম্পিয়নস লিগ শিরোপাধারীরা শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেক্সিকান ক্লাব মন্টেরিকে। ১৮ ডিসেম্বর মুখোমুখি হবে দু’দল। 

সেমিতে ওঠার লড়াইয়ে কাতারের ক্লাব আল সাদের মুখোমুখি হয় মন্টেরি। উত্তেজনায় ঠাঁসা ম্যাচটিতে ৩-২ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে বিরতির পর ম্যাচে ফেরার আভাস দিয়েছিল কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। কিন্তু ৭৭ মিনিটে ফের পিছিয়ে পড়ে আল সাদ। ৮৯ মিনিটে ব্যবধান গোছালেও আর সমতায় ফিরতে পারেনি কাতারের ক্লাবটি।  

২০১৯ ক্লাব কাপ বিশ্বকাপের ফাইনাল হবে ২১ ডিসেম্বর, কাতারে।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।