ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ঐতিহ্যবাহী জার্সিতে ফিরেও জেতেনি মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ঐতিহ্যবাহী জার্সিতে ফিরেও জেতেনি মোহামেডান ছবি: শোয়েব মিথুন

সত্তরের দশকের ঐতিহ্যবাহী সেই জার্সি ফিরিয়ে এনেও জিততে পারলো না ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দেশের পুরোনো জায়ান্টরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। শুরুতে পুরোনো রূপেই দেখা গেছে মোহামেডানকে।

ম্যাচের তিন মিনিট যেতে না যেতেই গোল করে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি। উল্টো এক গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান।

ছবি: শোয়েব মিথুন‘ডি’ গ্রুপের এই ম্যাচের তৃতীয় মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন আমির হাকিম বাপ্পী। ৩৪তম মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা সংসদ। প্রায় ৩০ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন অনিক।

ছবি: শোয়েব মিথুনএকই দিন গ্রুপের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলে জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দলের একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ রাসেল। পয়েন্ট ভাগাভাগিতে মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ১।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।