ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বদলে গেল আর্সেনালের কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
বদলে গেল আর্সেনালের কোচ ছবি: সংগৃহীত

টানা ব্যর্থতা এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে বরখাস্ত হন আর্সেনালের কোচ উনাই এমেরি। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয় ফ্রেডি লাজংবার্গকে। আবারও বদলে গেল আর্সেনালের কোচ।

এবার নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের সাবেক মিডফিল্ডার মিকেল আর্তেতাকে। এক বিবৃতিতে আর্সেনাল নতুন কোচের ব্যাপারে নিশ্চিত করেছে।

২০১১ থেকে ২০১৬ পর্যন্ত আর্সেনালের হয়ে ১৪৯টি ম্যাচ খেলেছেন তিনি।

১৯৯২ সালের পর সবচেয়ে বাজে মৌসুম কাটাচ্ছে আর্সেনাল। ঐতিহ্যবাহী ক্লাবের এমন পরিণতি মেনে নিতে পারছিল না গানার সমর্থকরা। দলের সর্বশেষ কয়েক ম্যাচে সমর্থকরা এমেরিকে সরিয়ে দেওয়ার জন্য স্লোগানও দিয়েছেন। পরে ক্লাবের নির্বাহী ও পরিচালক জস ক্রোয়েঙ্কে এমেরির বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেন।
  
দুই বছরের জন্য চুক্তি করেছেন ৩৭ বছর বয়সী আর্তেতা। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওয়ালার সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে স্প্যানিয়ার্ড কোচ আর্তেতার।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।