ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

যেখানেই হোক, নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
যেখানেই হোক, নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পচেত্তিনো সাক্ষাৎকার দিচ্ছেন পচেত্তিনো: ছবি-সংগৃহীত

গত নভেম্বরে চাকরি হারিয়েছেন মাউরিসিও পচেত্তিনো। সেই থেকে বেকার আর্জেন্টাইন কোচ। অবশ্য এমন জীবন তিনি কাটাতে চান না বেশিদিন। দুঃসময়টা পেছনে ফেলে দ্রুতই কোচিংয়ে ফিরতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সাবেক টটেনহাম কোচ। তার জন্য প্রস্তুত পচেত্তিনো। 

গত মৌসুমে ৪৭ বছর বয়সী কোচের অধীনে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলে স্পার্সরা। কিন্তু চলতি মৌসুমে ভরাডুবির কারণে টটেনহামের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হোন তিনি।

পচেত্তিনোর পরিবর্তে হ্যারি কেন-ডেলে আলিদের দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো।  

তবে চাকরি হারিয়ে বসে থাকতে চান না পচেত্তিনো। হাত-পা ঝেড়ে সময় কাটানোর চেয়ে যেকোনা ঠিকানায় নতুন চ্যালেঞ্জ নিয়ে কোচিংয়ে ফিরতে চান সাবেক স্পার্স কোচ। দোহায় মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিশ্রাম নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, শিখছি এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য নিজের ব্যাটারি রিচার্জ করে নিচ্ছি। ’ 

পচেত্তিনো আরো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতি নেওয়া কারণ আপনি কখনো জানতে পারবেন না কোন সময় আরেকটি ক্লাব আপনার প্রতি আগ্রহী হবে। ’ 

ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদ্যাম্পটন ও টটেনহামের কোচ ছিলেন পচেত্তিনো। অবশ্য ভবিষ্যতে অন্য কোথাও গেলেও ইংলিশ সমর্থকদের মিস করবেন তিনি। এমনটাই ছিল পচেত্তিনোর কণ্ঠে, ‘আমি এই লিগ (প্রিমিয়ার লিগ) এবং সমর্থকদের ভালবাসি। এখানে কোচ হতে পারাটা সত্যি আনন্দের। ’ 

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।