ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডর্টমুন্ডকে বেছে নিলেন আরলিং হালান্দ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ডর্টমুন্ডকে বেছে নিলেন আরলিং হালান্দ  আরলিং হালান্দ

ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মতো ধনী ক্লাবগুলো তাকে পেতে উঠে পড়ে লেগেছিল। কিন্তু নতুন বছর শুরুর আগে বরুশিয়া ডর্টমুন্ডকে বেছে নিলেন আরলিং ব্রুট হালান্দ। রেড বুল সালজবার্গ থেকে ২০ মিলিয়ন ইউরো (১৭.১ মিলিয়ন পাউন্ড) বাইআউট ক্লজে জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ১৯ বছর বয়সী এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

‘ট্রিপল হ্যাটট্রিক ম্যান’ হিসেবে পরিচিত হালান্দ ২০২৪ পযর্ন্ত থাকবেন সিগন্যাল ইদুনা পার্কে। জন্ম যুক্তরাজ্যের লিডসে হলেও তিনি খেলেন নরওয়ের জার্সিতে।

হালান্দের পিতা নরওয়েজিয়ান মিডফিল্ডার আল্ফ-ইঙ্গ হালান্দ ছিলেন লিডস ও ম্যানচেস্টার সিটির তারকা।

চলতি চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন হালান্দ। ৬ ম্যাচে করেছেন ৮ গোল। টুর্নামেন্টে এখন পযর্ন্ত যা দ্বিতীয় সর্বোচ্চ। অবশ্য তাতেও তার দল গ্রুপ পর্ব উতরাতে পারেনি। ‘ই’ গ্রুপে তৃতীয় হয়ে ঘরে ফেরে সালজবার্গ। গত জানুয়ারিতে নরওয়ের ক্লাব মোলদে থেকে সালজবার্গে যোগ দিয়ে অস্ট্রিয়ান শীর্ষ লিগে ১৪ ম্যাচে ১৬ গোল করেছেন হালান্দ।

আগামী ০৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডর্টমুন্ডে যোগ দেবেন হালান্দ।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad