ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পয়েন্ট ভাগাভাগি করলো শেখ রাসেল-রহমতগঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
পয়েন্ট ভাগাভাগি করলো শেখ রাসেল-রহমতগঞ্জ রহমতগঞ্জ বনাম শেখ রাসেলের ম্যাচের দৃশ্য

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট বিসর্জন দিয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। 

এ বছরের ফেডারেশন কাপের রানার্স-আপ রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ রাসেল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আক্রমণ-প্রতি আক্রমণে ভরা ম্যাচটিতে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল।

 

২ ম্যাচে টানা ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে শেখ রাসেল। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দশম স্থানে রহমতগঞ্জ।  

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।