ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমারকে রিয়ালে চেয়েছিলেন কাসেমিরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
নেইমারকে রিয়ালে চেয়েছিলেন কাসেমিরো কাসেমিরো ও নেইমার/ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলে নেইমার আর কাসেমিরো একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন। কিন্তু ক্লাব পর্যায়ে সেই সৌভাগ্য হয়নি। তবে অন্তত একবার কাসেমিরো সত্যিকার অর্থেই ভেবেছিলেন নেইমারকে রিয়াল মাদ্রিদে সতীর্থ হিসেবে পাওয়া সম্ভব। 

গত গ্রীষ্মের দলবদলের বাজারে নেইমারকে নিয়ে যখন পিএসজি আর বার্সার মধ্যে রশি টানাটানি হচ্ছিল, সেসময় দুইয়ের মাঝে ঢুকে পড়েছিল রিয়াল মাদ্রিদও। শেষ পর্যন্ত অবশ্য বার্সা কিংবা রিয়াল কারো কাছেই নেইমারকে বেচতে রাজি হয়নি ফরাসি চ্যাম্পিয়নরা।

 

নেইমারকে নিয়ে যখন পিএসজির সঙ্গে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছিল রিয়াল, ওই সময়টা বেশ আশান্বিত ছিলেন কাসেমিরো। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘আমি নেইমারকে রিয়াল মাদ্রিদে দেখতেচ চেয়েছিলাম। (ওই সময়) আমি প্রায় প্রতিদিনই ওর (নেইমার) সঙ্গে কথা বলতাম। সে অসাধারণ খেলোয়াড়। ’
 
মৌসুমের শুরুতে কিছুটা অগোছালো হয়ে পড়া রিয়াল এখন আগের মতোই সেরা ফর্মে আছে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ মানেই যেন ভিন্ন এক রিয়াল। তবে এবার লা লিগা জেতারও বেশ বড় দাবিদার জিনেদিন জিদানের দল। যদিও খেলোয়াড়দের কাছে ইউরোপ সেরার মর্যাদাটাই বেশি গুরুত্বপূর্ণ।

রিয়ালের এবারের লক্ষ্য নিয়ে বলতে গিয়ে কাসেমিরো বলেন, ‘লিগ হচ্ছে পুরো বছরব্যাপী ধারাবাহিকতা, আসলে প্রতি সপ্তাহান্তেই, কিন্তু চ্যাম্পিয়নস লিগের ক্ষেত্রে রিয়াল পুরোই ভিন্ন এক দল। আমি (দুটোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে বললে) বলব চ্যাম্পিয়নস লিগ। ’

তার কাজটা মূলত মিডফিল্ডে। ফলে উইঙ্গার কিংবা স্ট্রাইকারদের পায়ে বল পৌঁছে দেওয়া অর্থাৎ গোলের সুযোগ তৈরি করে দেওয়াই তার মূল দায়িত্ব। এটা করতে গিয়ে অনেকসময় কৃতিত্ব পাওয়া থেকে বঞ্চিত হতে হয় তাকে। কিন্তু কাসেমিরোর কাছে এসব কোনো ব্যাপার নয়। তার ভাষায়, ‘যেকোনো পজিশনেই আপনাকে ফুটবলকে উপভোগ করতে হবে। আমার কাজ হলো বল কেড়ে নেওয়া। আমি বল কেড়ে নিতে এবং সতীর্থদের সহায়তা করাটা উপভোগ করি। ’

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।