ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনার কারণে এক বছর পেছালো কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
করোনার কারণে এক বছর পেছালো কোপা আমেরিকা লাতিন আমেরিকার ফুটবলের তিন তারকা রদ্রিগেজ-মেসি-নেইমার

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জন-জীবন। একে একে স্থগিত হয়েছে ক্রীড়াঙ্গনের বড় বড় ইভেন্টও। এবার করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে স্থগিত হলো কোপা আমেরিকা। 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই এক বছর পেছানোর বিষয়টি ঘোষণা করে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল)।  

দুই আযোজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনায় ১২ জুন থেকে ১২ জুলাই পযর্ন্ত ১২ দলের কোপা আমেরিকা হওয়ার সময়সূচি ঠিক করা ছিল।

তবে ইউরো-২০২০ পেছানোর পর এবার কোপাও স্থগিত হলো।

কোপা আমেরিকা স্থগিত করার বিষয়ে কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ বলেন, ‘করোনা ভাইরাসের কারণে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। ’ 

তিনি আরও জানান, নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।