ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

মাঠে নেইমার প্রতারণা করে: দেল বস্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
মাঠে নেইমার প্রতারণা করে: দেল বস্ক নেইমার

খেলার মাঠে নেইমারের নাটুকেপনা নিয়ে আগেও বেশ কথা হয়েছে। তিনি অল্পতে পড়ে যান, ফাউলের শিকার হন। আর ব্রাজিল তারকার এহেন কাণ্ডে অনেক বিশেষজ্ঞরা বিরক্তি প্রকাশ করেছেন। এবার এই তালিকায় যোগ দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক। তিনি জানিয়ে দিলেন মাঠে নেইমারের বিতর্কিত এসব ব্যাপার তিনি উপভোগ করেন না।

স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে দেল বস্ক বলেন, ‘আমার মতে অনুসরণ করার জন্য সে ভালো কোনো উদাহরণ হতে পারে না। তবে যদি রেকর্ডের কথা বিবেচনা করেন তবে আমি বিশ্বাস করি সে অসাধারণ ফুটবলার।

সাবেক রিয়াল মাদ্রিদের এই কোচ আরও বলেন, ‘সে অবশ্যই আমার সেরা পাঁচ ফুটবলারের মধ্যে থাকবে। তবে মাঠে সে অনেক বেশি প্রতারণা ও মিথ্যের আশ্রয় নেয়। ’

এদিকে চলমান করোনা ভাইরাস সম্পর্কে দেল বস্কের কাছে জানতে চাইলে তিনি জানান, এই মহামারির মতো বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা এপ্রিল ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।