ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

১৬ বছর বয়সী ডিফেন্ডার কিনছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
১৬ বছর বয়সী ডিফেন্ডার কিনছে ম্যানচেস্টার সিটি ক্লুইভার্থ আগুইলার

অ্যালিয়েঞ্জা লিমা থেকে ১৬ বছর বয়সী পেরুভিয়ান ডিফেন্ডার ক্লুইভার্থ আগুইলারের সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি।

অবশ্য এখনই ইতিহাদ স্টেডিয়ামে আসছেন না আগুইলার। ১৮ বছর পূর্ণ না হওয়া পযর্ন্ত অর্থাৎ ২০২১ সাল পযর্ন্ত বর্তমান ক্লাব লিমায় থাকবেন তিনি।

 

ম্যানচেস্টার সিটির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে খেলার অনুমতি না থাকায় ইতিহাদের বাইরে থেকে এই রাইট-ব্যাক পরে ব্লুজদের হয়ে খেলা শুরুর জন্য প্রায় নিশ্চিত।  

আগুইলারের এ দল-বদল খুব গুরুত্বের সঙ্গে দেখছে অ্যালিয়েঞ্জা লিমা। পেরুর ক্লাবটি জানিয়েছে, ‘সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের সঙ্গে পেরুভিয়ান ফুটবলের এ ট্রান্সফার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’  

অন্যদিকে লিমার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করা আগুইলার বলেন, ‘আমার লক্ষ্য প্রথম দলেই সবার চোখে পড়ার মতো এক খেলোযাড় হয়ে ওঠা। ’ 

আগুইলারের এখনও জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তিনি ১৫ বছর বয়সে পেরুর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৯ সালে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নসশিপ খেলেছেন।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।