ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি: ফ্যাব্রেগাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি: ফ্যাব্রেগাস মেসি ও ফ্যাব্রেগাসের পুরনো দিনগুলো: ছবি-সংগৃহীত

পেশাদারি ক্যারিয়ারের শুরু থেকে ক্যাম্প ন্যুয়ে আছেন লিওনেল মেসি। কাতালানদের সবচেয়ে বড় তারকাও তিনি। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন চলছে, বার্সেলোনার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। যার কারণে ক্যাম্প ন্যু ছেড়ে নতুন ঠিকানায় চলে যেতে পারেন ৩২ বছর বয়সী তারকা। তবে তার সাবেক বার্সা সতীর্থ সেস ফ্যাব্রেগাসের বিশ্বাস, বার্সাতেই ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। 

মেসি-ফ্রাব্রেগাস প্রায় সমবয়সী। দুই তারকারই ফুটবলে প্রবেশ বার্সার যুব দলের হয়ে।

পরে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মূল দলে। ফ্যাব্রেগাস বর্তমানে ফরাসি ক্লাব মোনাকোর হয়ে খেললেও আগের ঠিকানায় আছেন মেসি। দূরে থাকলেও দু’জনের বন্ধুত্বের মধ্যে চিড় ধরেনি একটুও।  

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বার্সার জার্সিতে ফুটবল বিশ্ব শাসন করলেও ক্যারিয়ারের সায়াহ্নে এসে সাম্প্রতিক সময়ে ক্লাবের সঙ্গে মনোমালিন্য চলছে মেসির। এমনই গুঞ্জন চলছে ইউরোপের ফুটবল মহলে। অনেকে ভাবছেন, চলতি মৌসুম শেষে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা ম্যানচেস্টার সিটি বা ইন্টার মিলানে যোগ দিতে পারেন।  তবে সেসব গুঞ্জনে কান দিচ্ছেন না ফ্যাব্রেগাস। আর তা নিয়ে ইতোমধ্যে তিনি কথা বলেছেন কাতালান অধিনায়কের সঙ্গে।  

কাদেনা কোপ নামের এক স্প্যানিশ গণমাধ্যমকে ফ্যাব্রেগাস বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি এবং তার পরিকল্পনা সে সব সময় বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করতে চায়। ক্লাবে অনেক কিছুই ঘটে। তবে আমি সম্পূর্ণ নিশ্চিত, সে বার্সাতেই তার ক্যারিয়ারের ইতি টানবে। ’ 

মেসি ক্যাম্প ন্যুয়ে আছেন ১৩ বছর বয়স থেকে। বার্সার যুব দলে এক সঙ্গে থাকলেও ফ্যাব্রেগাস ক্লাবের মূল জার্সিতে লা আলবিসেলেস্তে ফরোয়ার্ডের সঙ্গে খেলেছেন ২০১১-১৪ মৌসুমে। এর আগে টানা ৮ বছর আর্সেনালে কাটিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।