ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদিনহো অপরাধী নয়: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
রোনালদিনহো অপরাধী নয়: ম্যারাডোনা রোনালদিনহোর হাতে চুমু দিচ্ছেন ম্যারাডোনা: ছবি-সংগৃহীত

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ফর্মের তুঙ্গে থাকাকালীন বারবার বিতর্কিত হয়েছিলেন রোনালদিনহো। যা তার সোনালী ক্যারিয়ারে খুব প্রভাব ফেলেছিল। বুটজোড়া তুলে রাখলেও বিতর্ক পিছু ছাড়েনি রোনি’কে। 

গতমাসেই প্যারাগুয়েতে প্রবেশের সময় জাল পাসপোর্ট ও ‍ভুয়া কাগজপত্র নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন রোনালদিনহো ও তার ভাই। ৩২ দিন পর অবশ্য ছাড়াও পান তারা।

তবে সাবেক ব্রাজিলিয়ান অ্যাটাকিং-মিডফিল্ডার যাই করুক না কেন, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে সমর্থন দিয়ে গেছেন ছিয়াশির মহানায়ক দিয়েগো ম্যারাডোনা। অবশ্য সাবেক আর্জেন্টাইন অ্যাটাকিং-মিডফিল্ডারকে নিয়েও বিতর্কের কমতি নেই।

কারামুক্ত হলেও প্যারাগুয়েতে জাল পাসপোর্ট নিয়ে প্রবেশের ঘটনায় এখনও পুরোপুরি মুক্তি পাননি রোনালদিনহো। মামলা শেষ না হওয়া পযর্ন্ত এক হোটেলে গৃহবন্দী জীবন কাটাতে হচ্ছে বার্সেলোনা ও এসি মিলান কিংবদন্তি ও তার ভাইকে।  

তবে রোনালদিনহো প্যারাগুয়েতে কোনো অপরাধ করতে যাননি, কাজের জন্য গিয়েছিলেন মনে করেন ম্যারাডোনা। আর্জেন্টাইন এক গণমাধ্যমকে সাবেক নাপোলি ও বোকা জুনিয়র্স কিংবদন্তি বলেন, ‘রোনালদিনহোর সঙ্গে যা হয়েছে তা আমাকে খুব ব্যথিত করেছে। সে অপরাধী নয়, সে কেবল কাজের জন্য গিয়েছিল। তার একমাত্র দোষ কারণ সে একজন আইডল। সে আমার বন্ধু এবং আমি তাকে মৃত্যুর আগ পযর্ন্ত সমর্থন করে যাবো। ’ 

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।