ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ইউরোপের লিগগুলোকে উয়েফা প্রেসিডেন্টের কড়া বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
ইউরোপের লিগগুলোকে উয়েফা প্রেসিডেন্টের কড়া বার্তা

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ইউরোপের শক্তিশালী ফুটবল লিগগুলো এখন অর্থনৈতিক মন্দার পথে। তবে এমনভাবে আর চলতে দিতে চাইছে না উয়েফা। মে মাসের শেষেই  ইউরোপিয়ান লিগ শুরু করার কড়া বার্তা দিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট আলেকজান্দার সেফেরিন।

এনিয়ে উয়েফা প্রেসিডেন্ট জানান, উয়েফার অধীনে ৫৫টি ফুটবল সংস্থার কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে আগামী ২৫ মে’র মধ্যে নিজেদের দেশের লিগগুলি শুরু করা সম্ভব হবে কি না জানতে চাওয়া হয়েছে। আর তাদের বক্তব্য শোনার পরেই নতুন ফুটবল মৌসুম নিয়ে পরিকল্পনা করা হবে।

এর আগে করোনার কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো কাপ। আপাতত স্থগিত রাখা হয়েছে চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ। সেইসঙ্গে উয়েফা সব দেশগুলির ফুটবল সংস্থার কাছে আবেদন জানাচ্ছে, তারা যেন মৌসুম শেষ করার বিষয়ে জোর দেয়।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সিরি’আ কমিটি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, তারা চলতি মৌসুম শেষ করতে ইচ্ছুক। আবার নেদারল্যান্ডস ও ফরাসি ফুটবল চলতি মৌসুম বাতিলের ঘোষণা করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।