ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

৬ সপ্তাহের মধ্যে চতুর্থবার করোনায় আক্রান্ত দিবালা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
৬ সপ্তাহের মধ্যে চতুর্থবার করোনায় আক্রান্ত দিবালা! ৬ সপ্তাহের মধ্যে চতুর্থবার করোনায় আক্রান্ত দিবালা!

করোনা ভাইরাস যেন পিছু ছাড়ছে না পাওলো দিবালার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের মতে, গত ৬ সপ্তাহে এ নিয়ে চতুর্থবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন জুভেন্টাস ফরোয়ার্ড।

আর্জেন্টাইন তারকার সর্বপ্রথম করোনা আক্রান্তের খবর আসে গত ২১ মার্চ। সেবার অবশ্য জানা যায়, বান্ধবী অরিয়ানা সাবাতিনির সহ করোনায় পজিটিভ হয়েছেন তিনি।

মিররের বরাতে স্প্যানিশ প্রোগ্রাম এল চিরিনগুয়েতো জানায়, ৬ সপ্তাহের মধ্যে দিবালা চতুর্থবার করোনা টেস্ট করে পজিটিভ হয়েছেন। অথচ কদিন আগেও তরুণ এই তারকা কিভাবে করোনার সঙ্গে যুদ্ধ করেছেন ও এর থেকে কিভাবে সুস্থ হয়ে উঠেছেন সেই গল্প বলেছিলেন।

একই সময় দিবালা জানিয়েছিলেন, তিনি ও তার বান্ধবী এখন ভালো অনুভব করছেন। তবে এখন মনে হচ্ছে করোনার সঙ্গে সম্পর্কই গড়ে তুলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।