ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সেপ্টেম্বরের আগে ফুটবল ফেরানো উচিৎ হবে না: ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
সেপ্টেম্বরের আগে ফুটবল ফেরানো উচিৎ হবে না: ফিফা

ইউরোপে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর বড় একটি কারণ হিসেবে ফুটবলকে ভাবা হয়। কেননা কোভিড-১৯ ভাইরাসটির প্রথম দিকে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ম্যাচ খেলতে এক দেশের ক্লাব আরেক দেশে ভ্রমণ করে। আর এতেই পুরো ইউরোপ তথা ফুটবল খেলুড়ে বড় চারটি দেশে করোনা ভয়ংকর আকার ধারণ করে। দেশগুলো হচ্ছে ইতালি, স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্স।

তবে এই দেশগুলোই এখন আবার তাদের দেশের ঘরোয়া ফুটবল চালু করার জন্য উঠে-পড়ে লেগেছে। কিন্তু ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বরের আগে কোনোভাবেই ফুটবল শুরু করা উচিৎ হবে না।

ফলে মাঠে খেলা গড়ানোর অপেক্ষাটা হয়তো আরও লম্বা হতে পারে।

ফিফা মেডিকেল কমিটির চেয়ারম্যান মাইকেল ডি’হোগ বিশ্বাস করেন, ১ সেপ্টেম্বরের আগে খেলাটি শুরু করা ঠিক হবে না।

স্কাই স্পোর্টসকে ডি’হোগ বলেন, ‘প্রতিযোগিতামূলক ফুটবল ফেরানোর জন্য বিশ্ব এখনও প্রস্তুত না। আশাকরি এটা দ্রুতই শেষ হবে, তবে আমাদের আরও ধৈর্য ধারণ করতে হবে। ’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর আমরা সবচেয়ে নাটকীয় সময় পার করছি, এটাকে আমাদের ছোট করে দেখা ঠিক হবে না। আমাদের বাস্তবধর্মী হতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।