ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কিছুই আর আগের আগের মতো থাকবে না: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মে ৩১, ২০২০
কিছুই আর আগের আগের মতো থাকবে না: মেসি লিওনেল মেসি-ছবি: সংগৃহীত

পুরো বিশ্ব আজ করোনা ভাইরাস নামক এক ভয়াবহ মহামারির কাছে বন্দি। ঘরের বাইরে যাওয়া বন্ধ, মেলামেশা সীমিত আর খেলাধুলা তো শিকেয় উঠেছে। ঘরবন্দি থাকতে থাকতে স্বাভাবিক জীবনযাত্রাও যেন এখন পুরনোদিনের গল্প বলে মনে হতে শুরু করেছে। হতাশা থেকে অনেকের প্রশ্ন, পুরনো সেই দিন কি আবার ফিরে আসবে? না, জীবন আর আগের মতো থাকবে না। লিওনেল মেসির অন্তত এমনটাই মত। 

ইউরোপে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে এই মহাদেশের শীর্ষ ফুটবল লিগগুলোর অনেকগুলোও ধীরে ধীরে ফিরতে শুরু করেছে।

কিন্তু যে মানুষগুলো করোনার বলি হয়েছে তাদের জন্য কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না মেসি। এই ধাক্কা কাটিয়ে ওঠা কিছুতেই সহজ হবে না বলেই মনে করেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’কে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যা কিছু হচ্ছে (করোনা মহামারি) তা শেষ হওয়ার পর বিশ্ব কেমন অবস্থায় থাকবে তা নিয়ে আমরা সবাই দ্বিধায় আছি। লকডাউনের পর এবং চমকে দেওয়া যে পরিস্থিতি আমরা পার করছি, যার কারণে বহু মানুষ কঠিন সময় পার করছে। তাদের সবাই এই পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা এমনই যে, অনেকে তাদের আত্মীয়স্বজন এবং বন্ধু হারিয়েছেন, এমনকি তাদের বিদায়টাও জানাতে পারেননি। ’

মেসি আরও বলেন, ‘এই কঠিন সময়ে অনেক কিছুই ছিল নেতিবাচক। কিন্তু সবচেয়ে কাছের ও ভালোবাসার মানুষকে হারাতে দেখাটা অবশ্যই আমাকে প্রচণ্ড হতাশ করেছে এবং আমার মতে এটা অন্যায্য। ’

আগামী ১২ জুন থেকে ফিরছে লা লিগা। কিন্তু মেসির মতে, খেলাধুলা আর আগের মতো থাকার কোনো সুযোগ নেই। বার্সা অধিনায়ক বলেন, ‘ফুটবল আর আগের মতো থাকবে না। কিন্তু শুধু ফুটবল নয়, আমি মনে করি জীবনও আর আগের মতো থাকবে না। ’

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ৩১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।