ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজিতে স্থায়ী হলেন ইকার্দি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুন ১, ২০২০
পিএসজিতে স্থায়ী হলেন ইকার্দি মাউরো ইকার্দি

ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ৬০ মিলিয়ন ইউরোতে (৫৪ মিলিয়ন পাউন্ড) স্থায়ী চুক্তি করেছে মাউরো ইকার্দির সঙ্গে। 

গত সেপ্টেম্বরে ইন্টার মিলান ছেড়ে ধারে পার্ক দে প্রিন্সেসে আসেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে এবার পাকাপোক্তভাবে পিএসজিতে স্থায়ী হচ্ছেন তিনি।

ইকার্দির সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে ফরাসি জায়ান্টরা। ২০২৪ সালের জুন পযর্ন্ত পিএসজিতে থাকবেন তিনি।  

করোনা ভাইরাসের কারণে ফ্রান্সের শীর্ষ লিগের ২০১৯/২০ মৌসুম বাতিল হয়ে যায় ৩০ এপ্রিল। প্রত্যেক দলের প্রায় ১০ ম্যাচ বাকি থাকলেও শিরোপা তুলে দেওয়া হয় পিএসজির হাতে। ক্লাবটির হয়ে সর্বশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩১ ম্যাচে ২০ গোল করেছেন ইকার্দি।  

২৭ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে পিএসজি দলে ভিড়িয়েছে ক্লাবটির সব সময়ের সর্বোচ্চ গোলদাতা এডিনসন কাভানির বিকল্প হিসেবে। উরুগুইয়ান ফরোয়ার্ডের সঙ্গে ফরাসি চ্যাম্পিয়নদের চুক্তি আছে ৩০ জুন পযর্ন্ত।  

প্রথম মৌসুমেই ফ্রেঞ্চ লিগ জেতা ইকার্দি ইন্টার মিলানে যোগ দেন ২০১৩ সালে। এর আগে তিনি ছিলেন ইতালিয়ান সিরি’আ লিগের আরেক ক্লাব সাম্পোদোরিয়ায়।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ০১, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।