ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারের বার্সায় ফেরার পথ খুলে দিতে পারে দেম্বেলে: রিভালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ৬, ২০২০
নেইমারের বার্সায় ফেরার পথ খুলে দিতে পারে দেম্বেলে: রিভালদো রিভালদো/ছবি: সংগৃহীত

গ্রীষ্মের দলদবলের বাজারে নেইমার জুনিয়রকে ফেরাতে চায় বার্সেলোনা। কিন্তু এক্ষেত্রে বড় বাধা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিশাল অংকের বাজারমূল্য। করোনার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়া লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে যা প্রায় অসম্ভব। 

তবে বার্সার সামনে নেইমারকে ফেরানোর একটা পথ হয়তো খুলতে চলেছে। আর তা হলো ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে নিয়ে ফরাসি জায়ান্টদের আগ্রহ।

আর তাতেই নেইমারকে ফেরানোর বড় সুযোগ পেতে যাচ্ছে বার্সা। এমনটাই মত ব্রাজিল ও বার্সার সাবেক ফরোয়ার্ড রিভালদোর।

'বেটফেয়ার'-এ এক প্রবন্ধে রিভালদো লিখেছেন, 'দেম্বেলে যদি পিএসজিতে পাড়ি জমান, তাহলে নেইমারের জন্য বার্সার দরজা খুলে যাবে। তিনি বলেন, 'এমনটা শোনা যাচ্ছে যে, দেম্বেলেকে কিনতে আগ্রহী পিএসজি। যদিও আমি আমার মতে দেম্বেলে গ্রেট খেলোয়াড়। , তবে আমি বলবো, এটা নেইমারকে ফেরানোর জন্য এটা বার্সার জন্য বড় সুযোগ। '

তিনি আরও লিখেছেন, 'পিএসজি যদি দেম্বেলেকে কিনেও নেয়, তারপরও নেইমারের জন্য বাড়তি খরচ করতে হবে বার্সাকে। তবে আমার মতে দুই ক্লাবের জন্যই এই সওদা লাভজনক হবে। দেম্বেলের জন্য এটা ভালো হবে, কারণ সেখানে গিয়ে নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার একটা সুযোগ থাকবে তার সামনে এবং পিএসজির সেরা তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। '

'দেম্বেলের জন্য এটা ভালো সুযোগ কারণ সে নিজের দেশে ফিরতে পারবে এবং সত্যিকারের পারফরম্যান্স দেখাতে পারবে। তাই আমার মতে, এটা (দলবদল) তার জন্য ভালোই হবে। '

ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা আরও লিখেছেন, 'নেইমার ও লাউতারো মার্তিনেসের মধ্যে যেকোনো একজনের ভাগ্যে জুটবে বার্সার জার্সি। মার্তিনেসকে নিয়ে কাতালান জায়ান্টদের মধ্যে যে আগ্রহ তাতে নেইমারের ফেরা অনেক কঠিন হবে বলেই মনে হচ্ছে। আমার মতে একসঙ্গে এই দুজনকে কেনা বার্সার পক্ষে প্রায় অসম্ভব। বার্সেলোনার উচিত এই দুজনের যেকোনো একজনকে কিনে ঝামেলা চুকিয়ে ফেলা। দুজনেই ভালো সাইনিং হবে, তবে আর্থিক আর কোচের ইচ্ছার দিকেও নজর দিতে হবে। দলের পরিকল্পনায় কে সেরা পছন্দ হবে তা একমাত্র কোচ কিকে সেতিয়েন জানেন। '

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।