ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

শঙ্কা কাটিয়ে ক্যাম্প ন্যুয়ে অনুশীলন করলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুন ৬, ২০২০
শঙ্কা কাটিয়ে ক্যাম্প ন্যুয়ে অনুশীলন করলেন মেসি অনুশীলন করছেন মেসি-ছবি: সংগৃহীত

গত বুধবার দলীয় অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন লিওনেল মেসি। পরে টানা দু'দিন দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি তাকে। তবে সব শঙ্কা কাটিয়ে এবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে অনুশীলন করতে দেখা গেছে বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।

লা লিগার ফের শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে শনিবার (০৬ জুন) কোচ কিকে সেতিয়েনের তত্ত্বাবধানে ক্যাম্প ন্যুয়ে দলীয়ভাবে অনুশীলন করেছেন বার্সার খেলোয়াড়রা। অনুশীলনে নেমেছিলেন মেসিও।

তবে দলের বাকি সদস্যদের থেকে আলাদাভাবে নিজের কাজ করে গেছেন বার্সা অধিনায়ক।

করোনা ভাইরাস মহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া লা লিগার মৌসুম ফের শুরু হচ্ছে। মৌসুমের বাকি অংশ শুরু হবে অল্প কিছুদিন পরেই। এ উপলক্ষে মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে বার্সা। কিন্তু হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে চোট পেয়েছেন মেসি।  

মেসির চোটে পড়ার খবর শুরুতে অস্বীকার করলেও টানা দু'দিন দলীয় অনুশীলনে তার অনুপস্থিতি ঠিকই প্রশ্ন জাগায় ভক্তদের মনে। অবশেষে এক বিবৃতির মাধ্যমে বিষয়টা স্বীকার করে নেয় কাতালান জায়ান্টরা। সেই বিবৃতিতে জানানো হয়, ডান উরুর মাংসপেশিতে হালকা চোট পেয়েছেন দলের সেরা খেলোয়াড়।

আগের দু'দিনের মতো আজও দলীয় অনুশীলনে যোগ দেননি মেসি। তবে ক্যাম্প ন্যুর মাঠে তাকে বেশ স্বাভাবিকভাবেই দৌড়াতে দেখা গেছে। এটা অবশ্যই ইতিবাচক দিক। মেসির মতো দল থেকে বিচ্ছিন্নভাবে অনুশীলন করেছেন নেলসন সেমেদোও।

ধারণা করা হচ্ছে, সোমবার (৮ জুন) থেকে দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন মেসি। এই ক্যাম্প ন্যুয়েই আগামী সপ্তাহে রিয়াল মায়োর্কার মুখোমুখি হবে বার্সা। ফলে ক্লাবের অনুশীলন মাঠে না গিয়ে ঘরের মাঠেই অনুশীলন সেরেছেন মেসি-পিকেরা।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।