ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বুন্দেসলিগার ১৫ বছরের রেকর্ড ভেঙে দিলেন ১৭ বছরের মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুন ৭, ২০২০
বুন্দেসলিগার ১৫ বছরের রেকর্ড ভেঙে দিলেন ১৭ বছরের মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ

শুরুতে এগিয়ে যাওয়ার পরও নিজেদের মাঠে বেয়ার লেভারকুসেন ৪-২ ব্যবধানে হেরেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। বাভারিয়ানরা যখন ৪-২ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে তখন ৮৯তম মিনিটে লেভারকুসেনের হয়ে ব্যবধান কমানো গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ।

শনিবার (০৬ জুন) অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করা সেই গোলে জার্মান বুন্দেসলিগার ১৫ বছরের এক রেকর্ড ভেঙে দিয়েছেন ১৭ বছর বয়সী জার্মানির এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। দেশটির শীর্ষ ফুটবল লিগে সর্বকনিষ্ট গোল স্কোরার এখন তিনি।

 

এই রেকর্ড গড়ার দিনে উইর্টজের বয়স ছিল ১৭ বছর ৩৪ দিন। ২০০৫ সালে তুরস্কের সাবেক মিডফিল্ডার নুরি শাহিন ১৭ বছর ২ মাস বয়সে এই রেকর্ড গড়েছিলেন। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।