ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

করোনা বিষয়ক পোস্ট দিয়ে নিষিদ্ধ ডেলে আলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুন ১২, ২০২০
করোনা বিষয়ক পোস্ট দিয়ে নিষিদ্ধ ডেলে আলি ডেলে আলি

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ডেলে আলি। টটেনহামের ইংলিশ মিডফিল্ডারকে এই শাস্তি দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন।

গত ফেব্রুয়ারিতে স্ন্যাপচ্যাটে এক ভিডিও পোস্ট করেন ২৪ বছর বয়সী তারকা। সেই ভিডিও ছিল করোনার প্রাদুর্ভাবের সময় এক এশিয়ানকে নিয়ে উপহাসের।

এক এয়ারপোর্ট লঞ্চে ফেস মাস্ক পরিহিত অবস্থায় ভিডিওটিতে দেখা যায় আলিকে। এরপরই ক্যামরা ঘুরে যায় এক এশিয়ান লোকের দিকে। পরে ক্যামরা জুম করে দেখায় এক জীবাণুনাশক হ্যান্ডওয়াশ বোতল।  

বিষয়টি যে এশিয়ান লোকটিকে কটাক্ষ করে করা তা বুঝতে বাকি ছিল না ফুটবল অ্যাসোসিয়েশনের। এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি শাস্তিস্বরূপ স্পার্স তারকাকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া আলিকে আদেশ দেওয়া হয়েছে আচার-আচরণের উপর শিক্ষামূলক কোর্স করতে।

১৭ জুন থেকে ফের মাঠে ফিরছে স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ। ১৯ জুন প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে টটেনহাম নিজেদের মাঠে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আলিকে পাবে না স্পার্সরা।  

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুন ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।