ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

চেলসি ছাড়ছেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
চেলসি ছাড়ছেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো পেদ্রো

চেলসির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন পেদ্রো। মৌসুমের শেষ ম্যাচে উলভসের বিপক্ষে মাঠে নামার আগেই ব্লুজদের প্রধান কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড জানিয়ে দেন, স্প্যানিশ স্ট্রাইকারের স্টামফোর্ড ছাড়ার কথা।

 

মঙ্গলবার (২৮ জুলাই) ৩৩ বছর বয়সে পা রাখবেন পেদ্রো। বিদায়ের আগে সতীর্থদের সঙ্গে চেলসির চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত ও ২-০ গোলের জয় উদযাপন করেছেন তিনি। ম্যাচটিতে গোলদাতা ম্যাসন মাউন্টের পরিবর্তে ৮৫তম মিনিটে মাঠে নামেন পেদ্রো।

২০১৪ সালে ২১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সেলোনা ছেড়ে চেলসির সঙ্গে চুক্তি করেন তিনি। ২০১৪/১৫ মৌসুমে ব্লুজদের ইংলিশ প্রিমিয়ার লিগ জেতাতে সাহায্য করেন পেদ্রো। এছাড়া চেলসির জার্সিতে স্প্যানিশ তারকা এফএ কাপ ও ইউরোপা লিগও জিতেছেন।  

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্রি ট্রান্সফার ফি’তে নতুন ঠিকানা হিসেবে ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব রোমা’তে যেতে পারেন পেদ্রো।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।