ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ক্যারিয়ারে দ্বিতীয়বার মত বদলালেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
ক্যারিয়ারে দ্বিতীয়বার মত বদলালেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনার মধ্যকার সৃষ্ট ঝামেলার অবশেষে ইতি হলো। বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে এবারই প্রথম নয়, যে কোনো দল ছাড়তে চেয়ে ফিরে এসেছেন এলএমটেন। এর আগেও একবার নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তিনি।

সর্বশেষ ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তই নেন মেসি। তবে মাসখানেক পরেই আলবিসেলেস্তাদের নেতৃত্বে ফিরে আসেন তিনি।

এবার চার বছর পর ২০ বছরের ক্লাব বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। তবে অবেশেষে ফিরে এলেন।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।