ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সোমবার বার্সার অনুশীলনে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
সোমবার বার্সার অনুশীলনে ফিরছেন মেসি লিওনেল মেসি

ক্যাম্প ন্যু’র নতুন কোচ রোনান্ড কোম্যানের অধীনে সোমবার (০৭ সেপ্টেম্বর) প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেবেন লিওনেল মেসি। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।

 

অনেক জল্পনা-কল্পনার ইতি টেনে ইতোমধ্যে আরও এক মৌসুম বার্সায় থাকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এই ঘোষণার পরেরদিন শনিবার (০৫ সেপ্টেম্বর) কোম্যানের দল অনুশীলন করলেও ট্রেনিং গ্রাউন্ডে ছিলেন না মেসি।  

এছাড়া বার্সার প্রাক-মৌসুম প্রস্তুতি অনুশীলনে যোগ দিয়েছেন ফিলিপে কুতিনহো। লা লিগার ২০২০/২১ মৌসুম শুরুর আগে ১২ সেপ্টেম্বর (শনিবার) কাতালানরা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে নাস্তিচ দে তারাগোনার বিপক্ষে, এস্তাদিও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।