ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

ফুটবল

বেলজিয়ামের প্রত্যাশিত জয়, কষ্টের জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
বেলজিয়ামের প্রত্যাশিত জয়, কষ্টের জয় ইংল্যান্ডের

উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বেলজিয়াম। লিগের দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে রবের্তো মার্তিনেসের শিষ্যরা।

তবে একই গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয পেয়েছে ইংল্যান্ড।

শনিবার কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে বেলজিয়ামের হয়ে প্রথমার্ধে জেসন দেনেইয়ার দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ড্রিস মের্টেন্স।

এদিকে গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইংল্যান্ড পেনাল্টি থেকে একমাত্র গোলে রক্ষা পায়। গোলটি করেন রাহিম স্টার্লিং। সমতায় ফিরতে পারতো আইসল্যান্ড। তবে তাদের বিরকির বিয়ারনাসন পেনাল্টি মিস করেন।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।